বাদ্যযন্ত্র মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়
বাদ্যযন্ত্র মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়। বিশ্বাস হচ্ছে না! খবরটি সত্যি বটে। সাম্প্রতিক একটি গবেষণায় এমনটিই বলা হয়েছে। পিয়ানো কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্রের অনুশীলন শুধু যন্ত্রটির ওপর কেবল কারো দখলই বাড়ায় না, তা কয়েক দশক পরও মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সহায়তা করে। শৈশবে বাদ্যযন্ত্র বাজানোর অনুশীলন প্রাপ্ত বয়সে অব্যাহত না রাখলেও সেই অনুশীলন বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি ধারালো রাখতে সহায়তা করে। গবেষকরা বলেছেন, যেসব বৃদ্ধ তাদের তরুণ বয়সে বাদ্যযন্ত্রের অনুশীলন করেছেন, তারা বুদ্ধিমত্তার...
Posted Under : Health News
Viewed#: 32
See details.

